D Ghosh
@deeghosh
না কোনো ভেকধারী শয়তান বিজেপি নেই...... লড়াই করে বিজয়ী ৪১/৪১প্রার্থীরা। লাল আবিরে বিজয় মিছিল। চক সুলতান সমবায় সমিতি , দাসপুর ২ ব্লক, পশ্চিম মেদিনীপুর। সংগ্রামী অভিনন্দন।


কেন রে? তোর বাপের কেনা রাজ্য নাকি এটা? এখানেই থাকবো, এখানকার সংখ্যালঘুর ওপর অত্যাচার নিয়ে বলব। বাঙালি মেয়েরা কিন্তু ঝাঁটা আর বটিও দারুন ব্যবহার করতে পারে।
ভোট আসলেই বিজেপি মারবে, মমতা বাঁচাবে। প্রতিবার এক স্ক্রিপ্ট দেখতে দেখতে বোর হয়ে গেছি। ২৬ শে সেম কালারের মধ্যে অন্য ডিজাইন দেখান😀😀
স্বাধীনতা সংগ্রামে আরএসএস,হিন্দু মহাসভার একজনের নাম পাওয়া যাবে না,অথচ: অসংখ্য কম্যুনিস্টদের নাম পাওয়া যায় যারা দেশের সংগ্রামে আত্মবলিদান দিয়েছিলেন। আন্দামানের সেলুলার জেলে যে সব বন্দীদের নাম খোদাই করা আছে সেখানে হিন্দুত্ববাদীরা কেউ নেই,কিন্ত অসংখ্য কম্যুনিস্টদের নাম সেখানে।
ক্ষণিকের সন্তানগুলো ভারতে থাকবে খাবে রাজনীতি করবে,কিন্তু বিনিময়ে দেশদ্রোহীতা ছাড়া কিছুই দেবে না। এদের এই মাদারবোর্ড এর আদর্শকে হোয়াং হো নদীতে বিসর্জন দিয়ে আসতে হবে।
চন্ডিপুর ব্লক নরঘাট সমবায় সমিতির নির্বাচনে বামপন্থীদের বিপুল জয়, CPIM 30, TMC 16, BJP 00..!" #LeftAlternative

লড়াই করে টিকে থেকে কমরেডরা জয় ছিনিয়ে আনলেন। শত চক্রান্তের জাল ছিহ্ন করে দাসপুর -২ ব্লকের চক সুলতান মেহনতী সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করলো প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। নির্বাচনে মোট প্রার্থী ছিল ৪১জন। তৃণমূল ৭ টি আসনে প্রার্থী দিতে পারেনি। ফলাফল - ৪১ তে ৪১ বাম॥

স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভুমিকা নেই,,তারা লালদের দেশপ্রেম শেখাতে এসেছে?তারা ইংরেজএর দালাল নামে পরিচিত আজও। 😂
এক্কেবারে খাঁটি কথা। ওই, ওনার চেয়ে বাংলা ভাষার সর্বনাশ আর কেউ করেনি। লোক খেপাতে এখন নতুন নাটক এনেছেন বাজারে- ভাষা বাঁচাও। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যথার্থ বলেছেন।
মহা সত্যি
বাম বিদায় তো করেছিলেন! লাভ'টা কি হলো? সবই চুরি হয়ে গেছে। স্কুলের বই চুরি নতুন সংযোজন।
সিদ্ধার্থ রায়ের টুকে পাশের রাজত্বেও বাংলা নয় বিহারের রাঁচি থেকে আইনের ডিগ্রি এনেছিলেন তৃণমূলের সেরা আইনজীবী কল্যাণ ব্যানার্জি! সিদ্ধার্থ রায়ের আমলে কলেজের পরীক্ষায় চাকু নিয়ে ঢুকতো পড়ুয়ারা। ডেস্কের সামনে সেটা রেখে বই খুলে পরীক্ষা দিতো।
এটা বেসরকারি মেডিক্যাল কলেজের MBBS করার ফিস.... যার বাপের টাকা আছে সে ডাক্তার😊 আর প্রতিনিয়ত বেসরকারি কলেজ বাড়ছে.. NIIT আসলে এই চাহিদার যোগানদার। এতটাকা দিয়ে ডাক্তার হয়ে এসে সে তো মানুষের গলা কাটবেই!

আপনিও আসুন, না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। BJP TMC র মিলিতভাবে দুষ্কৃতিদের আড়াল করার চেষ্টা ব্যর্থ করুন॥

রাজধানিতে ঐতিহাসিক মিছিল ও সমাবেশ । যা গদি মিডিয়া দেখায়নি।মেহনতী মানুষের আন্দোলনের এই ঝাঁঝ দেখে সরকারের পায়ের তলার মাটি কেটে উঠেছে ।




তৃণমূলের শাসনে বাম আমলের প্রায় ৮০০০ বাংলা প্রাথমিক স্কুল আর ১৩০০ মাধ্যমিক স্কুল বন্ধ হয়েছে।বাংলা একাডেমির অবস্থা সঙ্গীন।বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের কিনে তাদের দিয়ে কেবল মমতা ব্যানার্জি স্তুতি করাচ্ছেন।২০০৫ সালে পার্লামেন্টে বাংলাদেশী ইস্যু তুলে NRC দাবী করেছিলেন॥
