Papia chokroborty
@Papiachokrobor2
Teachers
ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ), রায়গঞ্জ মনন শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী কাল। মানুষের অধিকার আদায়ের লড়াই আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গ্রহণ করে আসছে ভারতীয় গণনাট্য সংঘ, Indian Peoples Theatre. সফল হোক সম্মেলন।

এক্কেবারে খাঁটি কথা। ওই, ওনার চেয়ে বাংলা ভাষার সর্বনাশ আর কেউ করেনি। লোক খেপাতে এখন নতুন নাটক এনেছেন বাজারে- ভাষা বাঁচাও। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যথার্থ বলেছেন।
অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। আদালত এই কথা কিভাবে বলতে পারে? আদালতের দিকে মানুষ তাকিয়ে থাকেন ন্যায় বিচারের জ। বিচার বিভাগ যদি এধরনের মন্তব্য করে তাহলে আইনের ওপর আস্থা হারাবেন মানুষ।

অর্থের বিনিময়ে নয়,লাল ঝান্ডার পার্টিটা মানুষ ভালোবেসে করেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে সোশ্যাল মিডিয়া চালানোর ক্ষমতা #CPIM এর নেই। কিন্তু #CPIM এর আছে অগণিত সমর্পিত সদস্য কর্মী সমর্থক। তাঁরাই লাল ঝান্ডার সোশ্যাল মিডিয়ার কান্ডারী। লাল ঝান্ডার জয় যাত্রা অপ্রতিরোধ্য🌹
দানের সেরা রক্তদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান 🩸🩸 আগামী ৫ই আগস্ট কমরেড মুজাফফর আহমদের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জে #CPIM উত্তর দিনাজপুর জেলা দপ্তরে রক্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবাই আসুন।

সেটিং। সেটিং। সেটিং। মোদি মমতা সেটিং। সেটিং। সেটিং। সেটিং। মোদি মমতা সেটিং। #JusticeForRGKar #আরজিকরে_মাথাধরো

সর্বনাশ!!! ভয়ঙ্করতার চরম।। এই নরকের কীটের অবিলম্বে ফাঁসি চাই। নিজের সন্তানকে ধর্ষণ করেছে???!!! ওয়াক থু। ওকে জন সমক্ষে ফাঁসিতে ঝোলানো হোক। ঘৃণ্যতম এই দলটার সর্বনাশ হোক। নিশ্চিহ্ন হয়ে যাক এরা।

৮০০০ কোটি টাকা ৮০ হাজার বুথে বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের নাম “আমাদের পাড়া আমাদের সমাধান”। তোলামুলের সর্বনিম্ন কালীঘাট কমিশন রেট ৭০%। ৫৬০০ কোটি টাকা ঘপ-ঘাপ-ঘপাং। ২৪০০ কোটি টাকা ৮০ হাজার বুথ। বুথ প্রতি ৩ লাখ টাকা। কি হবে এবার আপনারই বুঝে নিন। 😂 m.economictimes.com/news/india/mam…
আজ মুজফ্ফর আহমদ ভবন,আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে #CPIM নেতৃত্বের সঙ্গে দেখা করলেন অভয়ার মা,বাবা। অভয়ার মা,বাবার সঙ্গে কথা বললেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী,মীনাক্ষী মুখার্জি সহ নেতৃত্ব। #JusticeForTilottama #JusticeForAbhaya #JusticeForRGKar




একদম তাই। এরাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বাংলার শিক্ষা, সংস্কৃতি, শিল্প ধ্বংস করে এখন উনি নাটক করতে এসেছেন। যার দলের প্রত্যেকটা নেতা মন্ত্রী নোংরা ঘৃণ্য ভাষায় কথা বলে, হুমকি দেয় তার মুখে ভাষা বাঁচানোর কথা মানায় না। শ্রীমতি মমতা দেবী, আপনি ভোটের আগে নাটক করতে এসেছেন।

প্রয়াত Comrade V S Achuthanandan কমরেড V S Achuthanandan অমর রহে কমরেড V S Achuthanandan লাল সেলাম 🌹✊🏾



যখন সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কর্দমাক্ত স্রোত, তখন শীর্ণ শরীরটির মেরুদন্ড ইস্পাতের দৃঢ়তা দিয়ে প্রমাণ করেছে, সোজা হয়ে দাঁড়াতে গেলে শুধু বুকে বল চাই।ব্যস।আর কিচ্ছু না। সঠিক পথে চলার অনন্য দৃঢ়তা রচনার সাথে সাথে আপনাকেও অমর করে রাখবে বাংলার মাটিতে। লাল সেলাম কমরেড 🌹

২১শে জুলাই,১৯৯৩, দুনিয়ার দুষ্কৃতিদের নিয়ে মমতা ব্যানার্জির মহাকরণ দখল অভিযান। ঠিক তার একদিন পরে আনন্দবাজার সম্পাদকীয়তে লিখলো,"... নিন্দনীয়, জবরদস্তি মহাকরণ দখলের উদ্যোগ।" শুধু এটুকু লিখেই ক্ষান্ত হয়নি আনন্দবাজার, মমতা ব্যানার্জিকে রীতিমতো তুলোধোনা করেছে।

অবশ্যই শোকজ করা উচিত। রাজ্যের স্কুল কলেজ অফিস আদালত থেকে কাজ বন্ধ করে যারা নাটক দেখতে গেছে তাদের শোকজ করা হবে না কেন? কেন আগে থেকে অবগত না করে একদিন কাজে গেলেন না তাদের জবাবদিহি করতে হবে মানুষের কাছে। কেননা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন নেন যখন অবশ্যই জবাবদিহি করতে হবে।

ডিম্ভাত দিবসের উৎসব। দেখুন, বাচ্চা বাচ্চা ছেলেরা একটু ফুর্তি করতে করতে যাচ্ছে তা নিয়ে কেউ সমালোচনা করলে কিন্তু হবে না। ওঁরা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধায় আনত। তাই হাত পা ছুঁড়ে দুঃখু পোকাশ কোচ্ছে। Happy ডিম্ভাত দিবসের... ইত্যাদি ইত্যাদি 😆
অনেক ভাষন,অনেক বকবকানি হয়েছে । অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জি-র নেতৃত্বে "২১শে জুলাই কমিশন" গঠন করে তৃনমূল সরকার। সৎ সাহস সত্যিই থাকলে সেই রিপোর্ট ২১জুলাই সভা মঞ্চ থেকে প্রকাশ করা হোক। প্রতি বছর নাটকবাজি না করে,কমিশনের রিপোর্ট সামনে আনুন । দেখি কেমন আপনার সৎ সাহস।
লে... দলের নাম একটাই-তৃণমূল। পেশাও এক-পার্শ্বশিক্ষক। কিন্তু কি আশ্চর্য! ডিম্ভাত দিবসে যাওয়া নিয়ে এক নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগছেন আর এক জন! এরা কেউই পার্শ্বশিক্ষকদের জন্য কিস্যু করেনি। এরা শুধু নেতা মন্ত্রীর সঙ্গে ছবি আর পার্শ্ব শিক্ষকদের থেকে টাকা তুলেছেন। ছিঃ

