Soumya Banerjee
@ComSoumyaB
☭ ৷৷ইনকিলাব জিন্দাবাদ৷৷
শাসকের ব্যারিকেড থেকে মিডিয়ার বাইনারি— ভেঙে এগিয়ে চলার পথেই আসবে লাল টুকটুকে দিন৷ #InquilabZindabad
"এসো তামান্নার জন্য আঁকি "- তামান্নার বাড়িতে (মোলান্দি গ্রাম) অঙ্কন প্রতিযোগিতা । উপস্থিত আছেন তামান্নার মা বাবা । উপস্থিত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড @dhruba_sah53054 এবং সভাপতি কমরেড অয়নাংশু সরকার।

"এসো তামান্না'র জন্য আঁকি" দেবালয়, ফটকগোড়া, চন্দননগর। SFI-DYFI-AIDWA-ABPTA




এই তৃণমূলের ছানাপোনা'রা কোন হরিদাস পাল 'পরীক্ষা হবেনা' বলার? এদের বাপ-ঠাকুরদা'রা গণ-টোকাটুকি করত, এরা পরীক্ষা বানচাল করতে চাইলে ধোলাই দিয়ে বাড়ি পাঠানো হবে।

"সিভিক সেন্স" কাকে বলে: গোটা দেশের সামনে উদাহরণ বাম শাসিত কেরালা। (উত্তরপ্রদেশ'এর ওপর দিয়ে ট্রেনে যাতায়াত করা যায় না, কুম্ভমেলা থেকে কাঁওয়ার যাত্রায় রাস্তা আটকে বেলেল্লাপনা চলে। পশ্চিমবঙ্গে কলকাতায়ও ট্রাফিক-নিয়ন্ত্রণ আজ লাটে উঠেছে, বাস-অটো-টোটো রেষারেষি চলে।)
১৯৫৩ সালে আজকের দিনে সাম্রাজ্যবাদীদের হাত থেকে কিউবাকে মুক্ত করতে কমরেড ফিদেল কাস্ত্রো স্বাধীন করেন মনকাডা ব্যারাক। কিউবার বিপ্লব দীর্ঘজীবী হোক।

পিসি ভুয়ো ডক্টরেট, ভাইপো ভুয়ো এমবিএ। এবার গোটা তৃণমূল সরকারটাই ভুয়ো-লোকঠকানো বেরোবে।

তৃণমূল জামানার কলকাতা: আজকাল ব্যাঙ মুতলে 'উন্নয়ন'-এ ভেসে যায়।
Over 19,000 complaints on bad food in trains in just 5 years. Asked the Govt for details. 6,645 food complaints in 2024-25 alone, yet only some fines, warnings and “suitable advice” given!!. Only one licence cancelled in 5 yrs! Govt should provide answers. Quality food isn't a…
"অন্য রাজ্যে যদি পশ্চিমবঙ্গের মানুষ আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গে বিজেপিকে শান্তিতে থাকতে দেব না।" -কমরেড @salimdotcomrade

তাহলে ওই কথাই রইল। বাংলা বলার জন্য কারো ওপর আক্রমণ করতে এলে আরএসএস'কে কোনো 'লাল্লা'ই বাঁচাতে পারবে না।

তিলোত্তমা (অভয়া)'র মা ও বাবা দেখা করলেন সিপিআই(এম) নেতৃত্বের সাথে। ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক @salimdotcomrade, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, কমরেড @MinakshiMukher8 সহ নেতৃত্ব। আজ, মুজফ্ফর আহমদ ভবন, আলিমুদ্দিন স্ট্রিটে।

কমরেড ভি এস অচ্যুতানন্দন লাল সেলাম। কমরেড ভি এস অচ্যুতানন্দন অমর রহে।

"গুন্ডা রাজ খতম করো।" আজকে ১৬নম্বর জাতীয় সড়ক জুড়ে নেত্রীর বার্তা, ছড়িয়ে পড়ুক গোটা বাংলায়...
