🍉حراء
@diamond_082002
There is no God Except (Allah)....From Bangladesh 🇧🇩...Studying In Bsc(Honours) Mathematics...I Only Believe In Sharia Law(Allah's Law)
If someone does not dream of Sharia or does not want to be governed by Sharia, then he has no right to be called a Muslim, he is a Kafir. Shaykh Ahmadullah Hafi. Friday Sermon, March 14, 2025

বলবেন যে, পায়ুসৈন্যদের অধিকার নিয়ে কাজ করতে করতে দেশের আসল সংস্কারে হাতই দিতে পারিনি। নিজের দেশের মানবদের অধিকার নিশ্চিত করার থেকে জাতিধ্বংসী মানবাধিকার কার্যালয় নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। সামরিক বাজেট কমিয়ে পতি*তাদের ভাতা দিয়েছি, স্কুলে মোটা টাকায় এলজিটিভি ট্রেইনার বসিয়েছি।
🚨🗞️ লাশের সংখ্যা প্রকাশ করায় সেনাবাহিনী অনৈতিক ভাবে মাইলস্টোনের ছাত্রদের মারতেছে! Sarder Reyad এর FB Live:
মাইলস্টোনের লাশ লুকানোর প্রসঙ্গ 🧵 (1/4) 📜🚨 হাসিনা রেজিমের একটা ক্লাসিক বৈশিষ্ট্য ছিল মৃত এবং হতাহতের সংখ্যা গোপন করা। অনেক কমিয়ে দেখানো। . রানা প্লাজা, শাপলা চত্বর, নিরাপদ সড়ক, চট্টগ্রামে কন্সট্রাকশানের সময় ওভারব্রিজ ভেঙ্গে পড়া - এগুলো সহ অনেক সিচুয়েশনে এই কাজটা করা…
ফাইটার কেনার পয়সা নাই, তয় অফিসারদের প্লট-ফ্লাট, ভালো গাড়ি দেওয়ার টাকা আছে। ইভেন "মোচ রাখলে মাসিক ৫০০" টাকা ভাতার ব্যবস্থাও আছে। জনগণের টাকা নয়ছয়ের কোন লেভেল ভাবা যায়! চিন্তা করে দেখেন। মোচ রাখার জন্যেও টাকা বরাদ্দ। এই হলো এয়ারফোর্স।©️
