Hasan
@HasanTweet786
Proud Muslim | Bangladeshi Opposed to Indian imperialism Stand with Palestine — Resist all forms of oppression
পরে সব হুজুর ইসলামপন্থীরা শহীদ হবার পর এরা গর্ত থেকে বের হয়ে ক্ষমতা দখল করে বসে যাবে দেশ লুটতে।

আমাদের ধর্ম উপদেষ্টা কারাগার পরিদর্শনে গিয়ে চট্টগ্রামের কয়েকটা ঘাতকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন। এইটা কি নিছক সাক্ষাৎ না আর কি? এরা কেউ বের হইলে খবর আছে। আর অবশ্য, ভেতরেও সুখে শান্তিতেই আছে।©

রাজধানীর দারুসসালামে পুরাতন বটগাছকে ৩" শ বছরের পুরাতন মংগলচন্ডি মন্দির দাবি করে মুসলমানদের জমি দখল ইসকন ও হিন্দু মহাজোটের।

তাও ভালো কেবল খয়রাতই চেয়েছে। ভাগ্যিস এটা বলে নাই - 'বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্বল্প সুদে ঋণ দেওয়া হবে'

আগে এককালে শুনতাম দাদী-নানীরা নাকি সব ছেলেমেয়েকে একসাথে বাসে বা গাড়িতে উঠতে দিতেন না। এখন বাবা মায়েরা মেবি সন্তানকে আর এক স্কুলে পড়াবেন না। মৃত্যু আল্লাহ এর ইচ্ছার উপর কিন্তু এক স্কুলে দুইটা সন্তান পুড়ে মরলো এইটা তাড়াবে সব মায়েদেরকে। আল্লাহ বাবা মার অন্তর ঠান্ডা করে দেও।

গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে! তার ফুসফুস ৭০% পুড়ে গেছিলো! পোড়া ফুসফুস নিয়েই সে তার মা-বাবারে খুজে বেরিয়েছে। বাচ্চাটির গ্রামের বাড়ি শরীয়তপুর। হে আল্লাহ বাচ্চাটিকে জান্নাতবাসী করুন। ©

1️⃣1️⃣২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা! ক্রমিক নং:৪১-৪২. Thread 🧵End!
1️⃣0️⃣ ২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা! ক্রমিক নং:৩৭-৪০
9️⃣২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা! ক্রমিক নং:৩৩-৩৬
8️⃣২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা! ক্রমিক নং:২৯-৩২
7️⃣২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা! ক্রমিক নং:২৫-২৮
6️⃣ সাধারণ আলেম সমাজ কর্তৃক প্রণীত ২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা। 🎯তালিকায় মোট ৪২জন শহিদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে!
5️⃣২৪ এর গণঅভ্যুত্থানে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক সত্যায়িত শহীদ তালিকা। ⭐তালিকায় মোট ৪২জন শহিদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে!
4️⃣যেমন মাদরাসা শিক্ষার্থী ছাড়াও অন্য শ্রেণি-পেশার মানুষের নাম শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সেসব তথ্য যাচাইয়ের পর সঠিক তালিকা প্রণয়ন করেছি এবং যদি এখনও কোনো নাম বাদ পড়ে যায়, তাহলে আমরা তা নতুন করে অনুসন্ধান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
3️⃣আমাদের অনুসন্ধানে হয়তো এখনও কিছু মাদরাসা শিক্ষার্থীর নাম বাদ পড়তে পারে,আমরা তাদের পর্যন্ত পৌঁছতে পারিনি।তবে অনলাইনে প্রকাশিত বিভিন্ন তালিকায় অনেক ভুল বা অজ্ঞতাপ্রসূত তথ্য রয়েছে.
2️⃣এই তালিকা সত্যায়িত। নিশ্চিত ও যাচাই করা তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে, কোনো নিউজ বা প্রাকৃতিক তালিকা অনুসরণ করা হয়নি।
1️⃣ এই তালিকা প্রস্তুত করতে গিয়ে শহীদের নাম-পরিচয় সঠিকভাবে যাচাই করা হয়েছে। প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদ পরিবার থেকে মোট ১৪টি তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই করা হয়েছে।