munware alam nirjhor
@munwarenj
journalist | I support online rights | Media Observer | Founder of Bangladesh Media Monitor | National Security.
ইথিওপিয়া, লিবিয়া ও ইন্দোনেশিয়াতে ফিলিস্তিনিদের সরাতে আমেরিকার সাহায্য চাইছে ইজরায়েলি গোয়েন্দারা
ভাই এত ঝামেলার কিছু নাই তো। স্কুলে তো সব রেকর্ড আছেই- এটা সবাই বলতেছে প্রথম থেকে। তাহলে সেটা ঘেটে তথ্য প্রকাশ করতে কত ঘণ্টা লাগে নুরান নবির? আর পুরা স্কুলের সিসিটিভির ফুটেজ কই? সেটা থেকেও তো অনেক কিছু ক্লিয়ার হইয়া যায়। এত বিতর্ক থাকতোই না। মাইলস্টোন নিজেই তো সংকট ও বিতর্কের…
China’s Ministry of State Security warns of spy-modified souvenirs from overseas trips globaltimes.cn/page/202507/13…
সবাই যেমনে আক্তার আর নাহিদের কার্ডের ফিতা খুজতেছে তা দেইখা ঐ ভাইয়ার কথা মনে পড়তেছে যিনি বড় বড় দুদু নিয়ে কিছু না বলে রিক্সা থামাইয়া খালি জিগাইছিলেন, বোন তোমার ওড়না কই?
আপনারা শুনছেন যে, আজকে ঢাকায় নাশকতা করার উষ্কানি ও জনবল দিছে আমুলিক। কিন্তু কেউ জানেন না, কোন সে মাল যে জনবল দিছে ও খরচাপাতি দিছে। তিনি আপনাদের সকলের প্রিয় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কলিজার দোস্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ফার্মগেটের শীর্ষ সন্ত্রাসী ফরিদুর রহমান খান ওরফে ইরান।…

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে আটকে ছিলেন…

বসুন্ধরা কি সরকারের মত সেলফ সেন্সর করছে নাকি কোথাও থেকে বলছে, নিউজ সরাবেন নাকি ব্যবস্থা নিবো?



A clash erupted between students and law enforcement personnel in front of the Secretariat as both sides engaged in back-and-forth chases. Sounds of sound grenades being detonated were heard, and tear gas shells were also fired. The incident occurred around 4:10 PM on Tuesday.…



বন্যার সময় CRI আর ভারতীয় এনজিওগুলা নিয়া হাজার কোটি টাকার না তহবিল করতে চাইছিলো কিস্তির কাকা, সেই তহবিল কই?
ইউনুস সরকার মাইলস্টোনের সাহায্যের জন্য টাকা তুলতেছে। অথচ বলেন, এই ঘটনায় একটা ড্রোন শো করেন কাকা, তো দেখবেন শত কোটি টাকা খাড়া।
রাষ্ট্রীয় কোষাগারে কিছু নাই? নাকি এটা শফিক ভাই এর চৌবাচ্চা থিওরির মত হইছে?

সেনাবাহিনী মাইলস্টোন শকুলের ভেতর শিক্ষক ও শিক্ষার্থীদের আজকে বিকেলে মারধর করেন। রাতে একাধিক গ্লোবাল মিডিয়ায় কাজ করা সাংবাদিক অভিযোগ করেন, ভয়ে টিচাররাও মুখ খুলছে না। তারা কোন কিছুই বলতে চাচ্ছেন না।
আপনাগো যে কই , সেনাবাহিনী হইলো ব্যাডা হাসিনা। বিশ্বাস তো করেন না। ৫ ঘন্টা আগে লিখছে ২০ জন। আর ২২ মিনিট আগে মৃত একজন জীবিত হইয়া ১৯ জন হইছে। সকালে উইঠা দেখবেন কেউ মরে নাই। আমরাও মানবো কারণ মহা ফেরেশতারা কইছে।



মাইলস্টোনের প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) নূরান নবী ছিলেন ২০০৯ সালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হওয়া মোল্লা ফজলে আকবরের খাস লোক। ফজলে আকবর মহাপরিচালক হিসেবে তার কার্যকালীন সময়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যোগাযোগ বাড়িয়েছিলেন। কাজেই যারা কথায় কথায়…


আজকে সংবাদ সংরহের সময় ঘটনাস্থল থেকে অনেক জায়গাতেই পেশাদার সাংবাদিকরাও বাধার সম্মুখীন হয়। এমনকি রাতের সংবাদ সম্মেলনেও সব সাংবাদিক অংশ নেয়ার সুযোগ পায়নি। এরজন্য প্রথম কারণ হিসেবে দেখা হচ্ছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ভীড় করা। কিন্তু তবুও অনেক পেশাদার সাংবাদিকরাই দাবি…