Mita Hossain
@hossain_mita
꧁ ফুলটুসি ꧂ (`“ •. (`“•.¸🦋¸.•“´) ¸. •“´) ❀֟፝֟፝͜͡͡🌹ꕥৎ──── ღ এখানে শব্দ গুলো জীবন্ত ღ
হারাম কখনো প্রশান্তি দিতে পারে না। না হারাম সম্পর্ক, না হারাম সম্পদ। হালালেই রয়েছে প্রশান্তি। দুনিয়াতে ও এবং আখিরাতে ও..🙂
You are my invention Or I'm yours It doesn't really matter We feel perfectly fine now. I took every cares Not to nip it in the bud We knew not to cross any it was extremely unfair. My love now confides me I too do gleefully so We exchange our opinion Roam in a charming lee. 🌃

দুঃখ যদি নামায় আঁধার চোখের পাতায় জমে কালো, তবু ওগো বন্ধু আমার হাল ছেড়ো না, সামনে চলো। ঝড়ের পরেই ওঠে রবি নতুন করে আশা জাগায়, ভাঙা গড়া এই তো পৃথ্বী অশ্রু ঝরায়, আবার হাসায়। আজকে আলো নাই বা হলো ঢাকলো না-হয় আঁধারে ভুবন, দীপ জ্বেলে যাও তবু আশার আসবে আলো হাসবে জীবন। শুভ সকাল

মুঠো মুঠো অরূপ জ্যোৎস্নায় ভেসে যায় মনের চরাচর ডাকে চন্দ্রালোকিত রাত প্রেমের গভীর সম্ভাষণে। তমসার আঁধার ঘরে প্রেম তোমায় খুঁজে ফিরে খুঁজে ফিরে সুখের ছোঁয়া গভীর মায়া, প্রেমের কায়া। দুহাত বাড়াই আঁধার ঘরে বন্ধ দুয়ার আগল ধরে তারার ফুল নৃত্য করে মন বলে প্রেম তুমি কত দূরে! 🌃

তুমি কি আগের মতো সীমার মাঝে অসীম খোঁজো, মেঘের ডাক, বাদল ভেবে ধূসর রঙে বসন্ত দেখো। এখনো কি সূর্যাস্তের আগে রাত্রি শেষের স্বপ্ন চোখে, আকাশ তারার সাথে খেলো নিজ মনে গল্প বুনো! আমি একেলা সাগর তীরে সাগর স্রোতের বন্ধ নীড়ে, তোমার কথা মনে পড়ে হৃদয় নীড়ে ছন্দ তুলে! শুভ বিকেল 💫🍃🧡🎶

পৃথিবীতে সবচেয়ে কঠিন আর জরুরি কাজ নিজেকে ভালো রাখা। তুমি ভালো থাকলেই বসন্ত তোমায় রং ছড়াবে। তুমি ভালো থাকলে, তবেই তোমার আকাশে রংধনু উঠবে। তুমি হাসলে মনমরা গল্পরা সব ছুটি পাবে। পৃথিবীর সব শব্দেরা জায়গা করে নিবে তোমার মনের ডিকশনারীতে। হাসি একটা মানুষের সৌন্দর্য্য - মনের শক্তি।

আমাদের জীবনে প্রত্যেকে আমরা একটা লক্ষ্য স্হির করে হাঁটতে থাকি মানুষ ভাবে একরকম হয়ে যায় অন্য কিছু বদলে যায় স্বপ্নের দিন। আসলে ভবিষ্যত বা অতীত বলে কিছু নাই বর্তমানের বাস্তবতাই সত্য আজকে যা ঘটে তার আলোকেই আমরা তৈরী হই আজকের দিনটাকে গুছিয়ে নাও শুকরিয়ার জীবন হোক সবার। শুভ সকাল

তোমার-আমার, গল্প হত যদি নীল আকাশে তারা গুনে গুনে এক জীবনে সকল কিছু পাওয়া পাওয়া হলেও, হয়না সহজে গল্প হত রাত বিরেতে জেগে ভোর আকাশে হারাই দুজন তারার চাদর অঙ্গে জড়িয়ে। তোমার-আমার, গল্পগুলো জাদুকরী তোমার মনের ভেতর আমি মন লুকিয়ে বাঁচি হারিয়ে গিয়ে আবার ফিরে আসি। শুভ রাত্রি 💙🌃

সহজ, সরল কথার ভিড়ে না বলা কথাও হয়েছে শ্রাব্য রেখেছি তুলে মনের ঘরে তবু হয়নি লেখা সেই কাব্য! তুমি চাইলে হবো আমি মরুভূমি অথবা মরুদ্যান উপন্যাসের গল্প হতে পারি অথবা কোন নতুন উপাখ্যান। তুমি চাইলে সবই হতে পারি ভালবাসায় রেখেছ যা উপকরণ আমি, তোমাতে সমর্পণে পেয়েছি স্বচ্ছ জীবন। 🤍🌺

বৃষ্টি যেন এক নীরব আত্মকথা প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে প্রশান্তি আর অজস্র অপ্রকাশিত অনুভব, চেনা গন্ধে ভিজে উঠে মাটি চারপাশে এক অদ্ভুত নিরবতা কোন কোলাহল নেই শুধু এক শান্ত সংগীত হৃদয়ে বাজে। বৃষ্টির দিনগুলোতে প্রকৃতি যেন নিজের গল্প বলে, শ্রোতা হয়ে থাকি সেই নিরব কথোপকথনের। 🌧️🎶🍃
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না মানুষের বাহিরটা দেখে ভেতরটা যায় না চেনা। ভুলে গেলে চলবে না ঠকালে, ঠকতেও হয় ঠকানোর পর থেকেই মূলত ঠকার প্রস্তুতি নিতে হয়। মানুষ যতই অমানুষ হোক সৃষ্টিকর্তা তো সবই দেখেন তিনি ঠিকই উত্তম সময়ে সঠিক ফলাফলটা দিয়ে দেন। শুভ সকাল ☀️🍃

জীবন এক অজানা সমীকরণ ক্ষণে ক্ষণে প্রশ্ন জমে উত্তরগুলো যেন লুকিয়ে নিরব এক অন্ধকার কোণে। হয়তো উত্তর আছে কিন্তু তা এক অচেনা ঘনত্বে যেখানে যুক্তি থেমে যায় আর বিশ্বাসের আলো জ্বলে ওঠে। প্রতিটি সকাল এক নতুন চলক আমরা চলি অনন্ত রেখায় যেখানে ভুল পথও থামে না শুধু রূপান্তর ঘটে সমীকরণে।

তোমাকে মনে পড়তেই কেমন যেন থমকে দাঁড়াই তোমাকে ভুলতেই দেখি অহেতুক যায় পুরো দিনই। তোমাকে ভুলতে গেলেই আরও আষ্টে পিষ্টে ভালবাসি মনের ত্রিকোণ পেরিয়ে আমি তোমায় আগলে রাখি। দিগন্ত ছাড়িয়ে আমায় নিয়ে যাও নিয়ে যাও আমায় সুবুজে পথ না চিনি, তবুও চাই তোমার হৃদয় ঘরে থাকতে। শুভ বিকেল

সাদা কাগজের নেই গুরুত্ব লেখাই হল মূল্যবান সম্পর্কের কোন নেই প্রাণ আন্তরিকতায় গুণবান। বিশুদ্ধ বায়ুতে প্রশ্বাস নিলে সুস্থ থাকে দেহ, মন বাতাস দূষিত হয়ে উঠলে সেটাই হয় ভয়ার্ত মরণ। নিজের কর্মে বিফল হলে কোন মূল্য নেই তার জেনো মানব ধর্ম বিস্মৃত হলে; ব্যর্থ হয় জীবন পুরো। শুভ সকাল

কোন এক রাস্তা খুঁজি খুঁজি নীরব এক দিশা যে দিশায় হারাবে না মন হারাবে না মনের তৃষ্ণা। ওই একটুখানির জন্যে আমি খুঁজি হয়ে হন্যে তোমার সাথে আমার সখ্য হয়েছি যে তাই বন্য! মনটা ছিল সুখপিপাসু তোমার বুকে মাথা রেখে প্রতিটি তারা ছুঁয়ে চাইতাম একটা করে চুম্বনের স্বাদ। শুভ রাত্রি ✨💙🌌💖

জীবন পাতায় কতই না খোঁজা মনের আয়নায় নিজেকে চেনা চোখে ধুলো, মুখে আলো হৃদয় মাঝে রেখেছ কোন রূপটা! কি খুঁড়ে কি পেয়েছ? না-কি শুধুই ছায়ার খেলা? নীরবতার গভীর ডাকে আত্মা কি দিল সাড়া? এতটা শ্রমের বিনিময়ে কি নিতে চাও?– একটুকু প্রশংসা? না-কি নিজের প্রতিচ্ছবিতে নিজেকে সন্ধানের আশা?

মন কখনো হয়না ক্ষান্ত যতদিন থাকবে জ্যান্ত ঘুমের ঘোরেও ছোটে অনন্ত এই ধরণীর খুঁজে প্রান্ত। সফল হওয়ার ইচ্ছা চিরন্ত জীবন এক চলন্ত যন্ত্র অসুখ বিসুখে হলেও ক্লান্ত বাঁচার আশায় খুঁজে মন্ত্র। জীবে করে জীবের অন্ত বেঁচে থাকাই পরিশান্ত মন একটা বিরাট যন্ত্র চলে অবিরাম অভিশান্ত। শুভ সকাল

কোন এক অশরীর সমুদ্রে জল শরীর ছুঁয়েছিল দুজনেই থেমে গিয়েছিলাম এক ঢেউয়ের তলায়। এক ফোঁটা আলোর রেখা গড়িয়ে পড়লো কপালের ভাঁজে যেন কোন অতীত তার স্মৃতি ভাঙতে এসেছিল নিঃশব্দ ক্ষণে। তখনই বুঝেছিলাম— জীবন আসলে কণামাত্র জলের যা মিলনের মুহূর্তে নিজেকেই নতুন করে নেয় চিনে। শুভ বিকেল 🩵

হারতে শেখো, জিততে শেখো মানুষই হারে, মানুষই জিতে কঠিন খুব কঠিন! কঠিন ছাড়া জীবন, জীবন হয়ে উঠে না! কেবল লোভ, প্রাপ্তির অধিকার আর অহমিকা তখন প্রাপ্য বলে থাকে লজ্জা আর অসম্মান। জীবন এবং বোধ হাঁটুক সমান্তরালে থামতে জানো এবং নরম হও উগ্রতার ভাষা কেবল মূর্খতা জীবনটা জোয়ার ভাটার খেলা!

রাস্তা ছাড়া অন্য উপায় নেই সাফল্যের কাছে যেতে হলে, রাস্তা খুঁজে নিতেই হবে সে রাস্তা মসৃণ নাও হতে পারে। দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া মোটেও নয় সহজ, নিজেকেই খুঁজে নিতে হয় ভালো থাকার পথ। ভালো থাকতে হলে সন্তুষ্টি আনতে হয় মনে, খুশি থাকলে মন-প্রাণ আনন্দে ভরে উঠে চারপাশ। শুভ সকাল ☀️

চিত্রপটে ফুটে ওঠে হৃদয়ের রঙিন গান, নিশীথের গভীরে জাগে জীবনের পূর্ণতাপন। নিবিড় এই নিস্তব্ধতায় খুলে যায় মন জানালা, মধুর মায়ায় ভরে ওঠে অনিন্দ্য জীবন ধারা। শান্ত স্রোতে বয়ে চলে স্মৃতিরা যা ছিলো মধুর, প্রাণের গভীরে বেজে চলে প্রেমের অনন্ত সুর। শুভ রাত্রি ✨🌌🍃💙🌙
