Shyani Bhattacharjee
@ShyaniBhattach2
শত চক্রান্তের জাল ছিন্ন করে পশ্চিম মেদিনীপুরের দাসপুর -২নং ব্লকের চক সুলতান মেহনতী সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করলো প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। নির্বাচনে মোট আসনসংখ্যা ছিল ৪১। তৃণমূল ৭ টি আসনে প্রার্থী দিতে পারেনি। ফলাফল - ৪১ এর মধ্যে ৪১ টি তেই জয়ী বামেরা।



এই ছবিটা থাক, এই ছবিটাই এই উলঙ্গ প্রশাসনকে বারবার জিজ্ঞেস করবে "তোর কাপড় কোথায়?" #Justicefortamanna

"এসো তামান্নার জন্য আঁকি "- তামান্নার বাড়িতে (মোলান্দি গ্রাম) অঙ্কন প্রতিযোগিতা। উপস্থিত আছেন তামান্নার মা বাবা। #Justicefortamanna

১৯৫৩ এ আজকের দিনে সাম্রাজ্যবাদীদের হাত থেকে কিউবাকে মুক্ত করতে কমরেড কাস্ত্রো আক্রমণ করেন মনকাডা ব্যারাক। কিউবার বিপ্লব দীর্ঘজীবী হোক। Long live Fidel Castro Long live Moncada Revolution... ❤️

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয় উল্লাস থেকে তৃণমূলের ছোঁড়া বোমার আঘাতে মৃত ৯বছরের শিশু তামান্না খাতুনের পরিবারের সাথে দেখা করলেন শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব। উপস্থিত আছেন CITU রাজ্য সম্পাদক জিয়াউল আলম,অলোকেশ দাস,গার্গী চ্যাটার্জি, সহ অন্যান্য নেতৃত্ব। #Justicefortamanna




ব্রিগেডে আলোচনায় মহীরূহ গণ। বাঁদিক থেকে রয়েছেন- কমরেড জ্যোতি বসু, বি.টি. রণদীভে, সমর মুখার্জী, এম. বাসবপুন্নাইয়া ও কমরেড হরেকৃষ্ণ কোঙার।

জব কার্ড রক্ষা করো -কাজের অধিকার আদায় করো - এই দাবিতে দাঁতন -২ বিডিও অফিস অভিযান। বিডিও-র কাছ থেকে ৪ক ফর্ম জমা ও রিসিভ করা হল।

বাপ্পা সাহা তৃণমূল নেতা বা ন্যাতা, তাঁর কর্তৃক, বাড়ির অন্দরে নিজের মেয়েকেই ধর্ষণ, যেখানে প্রচ্ছন্ন মদত নির্যাতিতার মায়ের। আপনি রাতে, তৃণমূল কংগ্রেস কে যতটা ঘৃণ্য ভেবে ঘুমোতে যাবেন, পরের দিন দেখবেন, তৃণমূল তার চেয়েও ঘৃণ্য, অসভ্যতামোর নজির গড়েছে। ছিঃ....! ------------

রাস্তা জুড়ে তামান্নার বাবা মা মেয়ের বিচারের দাবি তে DM অফিসের সামনে। কৃষ্ণনগর। #justicefortammana #LeftAlternative #everyone



বাংলাভাষী মাত্রই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সিপিআইএম সহ বামপন্থীদল সমূহের বাঙালি ঐক্য যাত্রা ❤️

ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল, আপনার সাহস ও ত্যাগ আমাদের অনন্ত প্রেরণা। আপনাকে সেলাম! প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা।

আজ থেকে শুরু হল 'ন্যাশনাল বুক এজেন্সি' (National Book Agency Pvt Ltd) -এর 'বইয়ের হাট'। কলেজস্ট্রীট, সল্টলেক ও দুর্গাপুরে সরাসরি NBA-র কাউন্টার থেকে ৫০% ছাড়ে দুষ্প্রাপ্য সব বই পাওয়া যাবে। এই বইয়ের হাটের উদ্বোধন করেন সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য ব্যক্তিবর্গ। #NBA



রবীন্দ্রনাথ এক চিঠিতে লিখেছিলেন, মানুষে মানুষে ভেদ সৃষ্টি করে এমন ধর্মাচার তিনি বর্জন করতে দ্বিধা করেন না—প্রয়োজনে নাস্তিক তকমাও গ্রহণযোগ্য। আজ কমরেড আজিজুল হকের শেষযাত্রা; তাঁর ডেথ সার্টিফিকেটে লেখা "এথিস্ট"। সকাল ১১:৩০-এ কফি হাউজের সামনে বিদায়। লাল সেলাম, কমরেড।

মানুষের ভিড়েই শেষ যাত্রা। একেজি সেন্টার, থিরুবনন্তপুরম। কমরেড ভি এস - লাল সেলাম।

"...তাই, চূড়ান্ত বিশ্লেষণে, হার কেবল হার নয়, শেষ জয়ের সূচনা মাত্র। মানুষ বড় বিপন্ন, তাদের পাশে দাঁড়াও।" কমরেড আজিজুল হক লাল সেলাম।

"...তাই, চূড়ান্ত বিশ্লেষণে, হার কেবল হার নয়, শেষ জয়ের সূচনা মাত্র। মানুষ বড় বিপন্ন, তাদের পাশে দাঁড়াও।" কমরেড আজিজুল হক লাল সেলাম।

রামরাজ্য ওড়িশার আরেকটি সকাল। এবারে পুরী। ১৫ বছরের এক কিশোরীর শরীরে প্রকাশ্য রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে মিডিয়ার ভাষায় কিছু " দুষ্কৃতী" । তবে পুলিশ তাদের নাগাল পায়নি, সে থেকে মনে হচ্ছে "দুষ্কৃতী"রা রামরাজ্য চালাচ্ছে যারা তাদেরই সেনানী কেউ হবে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। 🙂
