Nusrat🍉
@Nusrat99A
Youth in Politics | Fact-Checker 🔎 | Debating the future | Pro Bangladeshi 🇧🇩 |
আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন। রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷ নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত…
গতকাল মেহরিন মিস যা করেছেন, সেটার প্রশংসা বা কৃতজ্ঞতা জানানোর জন্যে যত শব্দই খোঁজা হোক, শব্দের কমতি থেকেই যাবে। মেহরিন মিসের মতই আরো একজন ম্যাম শিক্ষার্থীদের পাশে ছিলেন, যার কথা অনেকটা আড়ালেই থেকে গেল। ম্যাম নিজের জীবনের তোয়াক্কা করেননি। নিশ্চিত মৃত্যু জেনেও একের পর এক…

পুরা দেশ গিলে খাইলেও এদের পেট ভরবে না। এত বাচ্চা ম-রে গেল আর উনি এই স্টেটমেন্ট দিতে ওনার একটু লজ্জাও করলো না! আধুনিক বিমান গুলোও পতিত হয় যেটার সম্ভাবনা ১% হইলে, এই লক্কর ঝক্কর গুলার পতিত হওয়ার সম্ভাবনা ৮০%। উনি মূর্খ না বরং অতি চালাক, জনগনরে পাইসে মূর্খ ।

প্রধান উপদেষ্টা অর্থ সাহায্য চাইছেন। ক্যান? যারা কোটি কোটি টাকা দিয়া ক্যান্টনমেন্ট বানায় ইউরোপ আমেরিকার মতো ফ্যাসিলিটিজ দিয়ে। বিশাল বিশাল গলফ ক্লাব, উনাদের বউদের কিটি পার্টির জন্য আলাদা ক্লাব, ক্যান্টনমেন্টের ভিতরে সব সুন্দর সুন্দর পার্ক, রাস্তা সব তো আমাগো ট্যাক্সের টাকায়ই…
দেশে বাস এক্সিডেন্ট হলে বাসের মালিককে পর্যন্ত ধরা হয়। অথচ এত বড়ো দূর্ঘটনার পর আমরা এখনও কার দায় কতখানি তা নিয়ে আলাপ দেখলাম না। প্রশিক্ষণ বিমান উড়লো নগরে, আবার যান্ত্রিক ত্রুটির কথা বলা হলো, তাহলে ত্রুটিযুক্ত বিমানই কি আকাশে উড়েছিল? অবশ্য এই বিমান তো পৃথিবীর সবচে' বেশি…
Love each other without scruples or restraint... Franz Kafka (Letters to Milena, Schocken Books, 1952):
আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করুন। এই অবস্থায় কারোরই মানসিক স্থীরতা নাই। মাইলস্টোনের যারা আছে তাদের আরও থাকবে না। এরা তাদেরই সহপাঠী। এই ভিক্টিমদের সাথে সেনাবাহিনী সদস্যরা মারমুখী আচরণ করেছে কয়েক দফা।
সামান্য একটা যুদ্ধের বিমান ধ্বংস হওয়াতে এই অবস্থা। যদি ভারত অথবা অন্য কোন দেশে আপনার দেশের উপর ফিলিস্তিনের মতন বোমা ফেলে কি হবে কল্পনা করতে পারছেন? নিজেদের আত্মরক্ষার জন্য এই দেশ কিছু করেছে? শুধুই ভাষণ। #planecrash #Uttara #BangladeshAirForce
জামাত-বিএনপি-এনসিপি যেই হোক, কোন রাজনীতিবিদকে হাসপাতালে দেখলে উস্টা মেরে বের করে দিন। কোন ডর-ভয় পাবেন না। নিজ দায়িত্বে উস্টা দেন। এই অসভ্যগুলা এখনও রাজনীতি শিখতে পারল না। কোথায় কি করা উচিত এতোটুকু কমনসেন্স এদের নাই।

বাংলাদেশের উড়ন্ত কফিন ! Chengdu J-7 (F-7) যুদ্ধবিমানটি চীনের তৈরি একটি সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট, যার মাস প্রোডাকশন শুরু হয়েছিল ১৯৬৫ সালে এবং বন্ধ হয় ২০১৩ সালে। দীর্ঘ ৪৮ বছরের মধ্যে চীন প্রায় ২,৪০০ ইউনিট F-7 উৎপাদন করে। এই দীর্ঘ পথচলার শেষ পর্যায়ে, ২০১৩ সালে, সর্বশেষ…

এই দেশে জীবিত থাকাটাই একটা এচিভমেন্ট, আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি!
এই প্রাণহানির ১০০ ভাগ দায় রাষ্ট্রের। এসব আলবাল বিমান দুনিয়ার আর কোন দেশে চলে না। যুদ্ধ করার জন্য কেনা বিমানের এমনই হাল যে নিজের দেশের মানুষের উপরই ভাইঙ্গা পড়ে। এটাই তো প্রথম না। এর আগেও এই মডেলের বিমানে ট্রেনিং করতে যাইয়া দুইজন পাইলট নিহত হইসিল। সেইদিন যদি এই দুইজন…
তাইলে প্রবাসীরা হুন্ডি তে টাকা পাঠাক 😌 তখন তো আবার কান্দাকাটি শুরু করবে 🤣
