Keya Dasgupta কেয়া দাশগুপ্ত 🇮🇳
@KeyaDasgupta4
নহি দেবী, নহি সামান্যা নারী।
দ্বিজেন্দ্রলাল বা অতুল প্রসাদের থেকে আমরা তাঁকে কম স্মরণ করি কিন্তু তাঁর "মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই" স্বাধীনতা সংগ্রামে কম প্রেরণা জোগায়নি। " তুমি নির্মল করো মঙ্গল করে", "আমি অকৃতি অধম " এবং আরো অনেক বিখ্যাত গানের স্রষ্টা রজনীকান্ত সেনের কাল ছিল জন্মদিন। 🙏

"জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়...." রবিবাসরীয় শুভেচ্ছা রইল ❤️❤️❤️

হ্যাঁ আপনাদের দেওয়া তথ্যে নিশ্চিত হলাম ছবিটা ফেক। জানিনা মানুষ কেনো এমন হাবিজাবি ছবি তৈরি করে। এদের সুবুদ্ধি হোক! আর কি বলব ❗🤔
জানিনা এই ছবিটার কোনো সত্যতা আছে কিনা! কারণ আজকাল তো AI দিয়ে অনেক কিছুই বানায় লোকে। তবে ছবিটা পেলাম ফেসবুকে। পোস্ট করেছেন তুষার ভাণ্ডারী। দাবী করছেন এটি একটি দুর্লভ ছবি। যদি সত্যি হয় দুর্লভ তো অবশ্যই।
জানিনা এই ছবিটার কোনো সত্যতা আছে কিনা! কারণ আজকাল তো AI দিয়ে অনেক কিছুই বানায় লোকে। তবে ছবিটা পেলাম ফেসবুকে। পোস্ট করেছেন তুষার ভাণ্ডারী। দাবী করছেন এটি একটি দুর্লভ ছবি। যদি সত্যি হয় দুর্লভ তো অবশ্যই।

আজ কার্গিল বিজয় দিবস 🙏🫡 #KargilVijayDiwas2025 #JaiHind 🇮🇳🫡🇮🇳 #জয়হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳


অবিসংবাদী বাম নেতা, অসাধারণ বাগ্মী, পণ্ডিত যিনি যিনি দলের ভুল সিদ্ধান্তকে মাথা নীচু করে মেনে নেননি বরং ঋজু মেরুদন্ডের মানুষটি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। দল তাঁকে বহিষ্কার করলেও কোনোদিন অন্য পতাকার আশ্রয় নেননি। আজ এমন নেতা কোথায়? জন্মদিনে শ্রদ্ধা জানাই 🙏

#GoodMorning everyone. Have a #BlessedDay

আজ ভারতের জাতীয় পতাকা দিবস | আমাদের গর্বের জাতীয় পতাকার জন্মদিন। ১৯৪৭ সালের ২২ জুলাই ভারতীয় গণপরিষদ তেরঙ্গা পতাকাকে জাতীয় মর্যাদা ও রাষ্ট্রীয় ধ্বজার স্বীকৃতি প্রদান করেছিল। ভারতের জাতীয় পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি ১৯২১ সালে এই নকশাটি তৈরি করেন।
