রিমিতা ❁
@BombagorerRani
♀️ | | 24 | | Unapologetically Me | | বিশ্ব বাঙালি❤️ 🇮🇳 | | TMC 💚 | |
তখন আমার ১১ বছর..ক্লাস ফাইভ..বাবা জেঠু তৃণমূল সাপোর্টার তাই সকলেই টিভির সামনে বসেছিল..একটু একটু করে আশা জাগছিল আর আমি বাবার মুখের দিকে তাকাচ্ছিলাম..সেই থেকেই ভালোলাগা শুরু..মনে আছে বড়দের সঙ্গে ওইটুকু বয়সে দিদির পক্ষে তর্ক জুড়ে দিতাম..দিদি শুধু রাজনীতিবিদ নন,দিদি আমাদের emotion



ভোটার কার্ড থেকে কোন বাঙালির যদি নাম কাটা যায় একত্রিত হয়ে প্রশ্ন করবেন। উত্তর না দেওয়া অবধি প্রশ্ন করেই যাবেন। ধর্ম, জাত, রাজনৈতিক দল কোনকিছুই এসে যায় না। একটিও ভারতীয় বাঙালির গায়ে হাত পড়লে বাকি বাঙালিদের প্রশ্ন তুলতেই হবে। কারোর বাবার দেশ না এটা। বাঙালির রক্তে বানানো দেশ।
বিজেপি নেতারা অন্যদের চরিত্র টরিত্র, কে কার ছেলে,কে কি জমা পরবে এই নিয়ে অনেক বড় বড় কথা বলতো। এখন একের পর এক বিজেপি নেতার অশ্লীল ভিডিও ফাঁস হচ্ছে। একেই বলে কর্মফল।
Imagine walking through an 30m Underwater Tunnel with a 270° View surrounded by Marine Wonders that too in Kolkata! A World Class Aquarium & Marine Museum is coming up just opposite Alipore Zoo. It'll feature Global & Regional Marine Zones, Touch Tanks, Glow-in-the-Dark Species.
Thank you @MamataOfficial for launching the unprecedented 'Amader Para, Amader Samadhan' initiative, a first-time ever grassroots-level program in West Bengal.This initiative will bring positive change to our local communities. #AmaderParaAmaderSamadhan
ধানখড় এর অবস্থা দেখে শিক্ষা নেওয়া উচিত যে অতিরিক্ত চাটুকারিতার ফল কিন্তু চরম অপমান।
এতটা কাছে ছিলাম। একটা অদ্ভুত অনুভূতি, যতবার দিদি জয় বাংলা বলছেন চারপাশটা গমগমিয়ে উঠছে। তার সাথে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে মনে হল,এরা আমাদের বাংলাদেশী বলে? এতো দরদ দিয়ে জাতীয় সঙ্গীত আর কোন জাতি গাইতে পারে?

Uttam Kumar Brajwasi, a Hindu Rajbangshi from Dinhata, Cooch Behar who received Notice from Assam Foreigners Tribunal, present at TMC's 21st July Rally. #ShahidDibas
ওনার প্রায় সারা শরীর এ কোন সাড় নেই। তাও এসেছেন একুশে আবেগের তাড়নায়। মঞ্চে থাকা অনেকের মুখ উনি দেখতে পাচ্ছিলেন না তবে ঠিকই শুনছিলেন সব কথা। এনারাই প্রেরণা এনাদের জন্যই দিদির জনপ্রিয়তায় কোনদিন কমতি হবে না।

আজকের একুশে জুলাই অত্যাচারিত বাঙালিদের উদ্দেশ্যে সমর্পিত। সেই সকল রাজবংশী,মতুয়া বা মুসলিম ভাই বোনদের জন্য যাদের উপর জোর করে বাংলাদেশী ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে।
ধর্মতলা থেকে ঘুরে এলাম। অনেক মানুষের সাথে দেখা। তবে এই একুশে জুলাই আমার সবথেকে কাছের কারণ এই দিনে দিদি আর একদম নিচু স্তরের কর্মীদের মধ্যে কার সব ব্যবধান মিটে যায়। ২১ জুলাই এর শহীদদের দিদির প্রতি সেই আবেগ আজও বহন করে নিয়ে যাচ্ছি আমরা। জয় বাংলা 💚 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
দুই বিজেপি আইটি cell এর কথোপকথন। প্রসঙ্গত অঞ্জয় বোস নামে অত্যন্ত অসভ্য, মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি দেওয়া এই দাদা নাকি UP তে ENT বিভাগে চান্স পেয়েছেন,এদিকে সেই সম্পর্কে ছোট ভাই bong politician এর কিছু বক্তব্য। বিজেপি সপোর্টাররাও জানে পশ্চিমবঙ্গ বেশি ভালো।



বলছি যে এই টুপি টা কমিউনিস্টদের পরতে দেখেছি চিরকাল। মিঠুন দাও এককালে অতিবামপন্থী নেতা ছিলেন। বিজেপি তে যাবার পর উনি আবারও এই টুপি পরা শুরু করেছেন। তাহলে উনি আদতে কোন দলে?


অগ্নিমিত্রা পালের শাড়ি তে ভগবান রামের ছবি, তাও আবার উল্টো। কুচির কাছে রাম নাম যাতে হাঁটতে গেলেই পা ঠেকে। তবুও কারোর হিন্দুত্বে সুড়সুড়ি লাগবে না। ভাবুন যদি এই কাজটাই কোন বিরোধী নেত্রী করতেন।

দিলু দার জন্য দুঃখ হয়। শামুক এতো কুকীর্তি করেও স্টেজে আর দলের সবথেকে বড় ও যোগ্য নেতা নিমন্ত্রিত নন। এও কি মানা যায়।
দিদি vs দাদা নয় দিদির পাশে দাদা। বাঙালির জন্য বাঙালির সাথে।

তারুনজ্যোতি sorry তরুনজ্যোতি দাদা আপনি তো বাঙালি নন তাই জানেন না বাংলাদেশি বাংলা আর এদেশীয় বাংলার মধ্যে তফাৎ আছে। সেটা শুনলেই বোধগম্য হয়। কিন্তু আশ্চর্যের বিষয় একটাই দাদা যাদের আধার,রেশন,ভোটার কার্ড আছে,যাদের দাদুও এই দেশেতে জন্মেছে তাদের কে প্রমাণ ছাড়া বাংলাদেশী বলা যায় কি?
I second you, madam — for the first time, I fully agree. All Bengali-speaking people are indeed Bengalis. But now that you've said it, let me ask: Can you deny that all Bengali-speaking people are not Indians? Weren’t Bengali-speaking Hindus like Chandan Das and Harogobinda Das…
এই জোকার টা কে? আদেও কি চাকরিহারা? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়েও safe থাকা যায় তাহলে।https://t.co/jf9hTKzign